শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


১১৮ বছর বয়সে বাবা হয়েছেন যে আরব নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: লেবাননের অধিবাসী মুহাম্মদ সালামান আল মাল্ল ১১৮ বছর বয়সে বাবা হয়েছেন। বর্তমানে তার বয়স ১২৫ বছর। তিনি সাধারণ মানুষের মতো দিব্যি চলা ফেরা করতে পারেন। অসুস্থতা যেন স্পর্শ করতে পারেনি।

সালমানের স্ত্রী সামিরাও সুস্থ আছেন। তার সর্ব শেষ সন্তানের বয়স ৭ বছর।

সম্প্রতি এক আরব টিভিকে দেয়া এক সাক্ষাতকারে সালমান বলেছেন, আমাকে প্রতিদিন দুই তিন কিলোমিটার পথ হাঁটতে হয়। বাড়ির কাজও আমি করে থাকি। স্ত্রী বাসায় না থাকলে বাচ্চাদের জন্য রান্নার কাজও করি। নারীদের যাবতীয় ঘরোয়া কাজ আমার রপ্ত আছে।

তিনি বলেন, আমার সমবয়সী সব মানুষের ইন্তেকাল হয়েগেছে। আমি আসলেই অনেক বুড়ো হয়েগেছি।

রিপোর্ট অনুযায়ী সালমানের জন্ম হয়েছিলো উসমানি শাসনামলে।

ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ