আবদুল্লাহ তামিম: মানুষ ভুলের উর্ধ্বে নয়। প্রতিনিয়ত তার কোনো না কোনো গুনাহ হয়ে থাকে। মানুষের পাহাড়সম গুনাহ হয়ে গেলেও ক্ষমা চাইলে দয়ালু মহান আল্লাহ ক্ষমা করে দেন। বদনামের বেড়ি গলায় লেগে গেলেও আল্লাহ চাইলে তাঁর বান্দাকে নিরাপদ রাখেন। তার দোষত্রুটিও গোপন রাখেন।
বান্দা নিজের গোনাহ ও বদনামির আশঙ্কা করলে তাকে একটি বিশেষ আমল করা উচিত। আমলের মাধ্যমেই আল্লাহ সকল অপরাধ গোপন করতে পারেন। একনিষ্ঠ মনে এই দোয়াটির আমল করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে।
কেউ যদি অন্য কারো থেকে অপমান হওয়ার আশঙ্কা করে, সেও এই আমলটি করতে পারে।
আমলটি হলো, প্রতিদিন আগে ও পরে দরুদ পাঠ করে ৩শ ১৩ বার নিচের দুআটি পাঠ করবে। দুআটি হলো, ‘লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাসসাত্তারুল উয়ুব’।
সহিহ হাদিসে বর্ণীত সবচেয়ে বেশি নেকি সম্বলিত আমল