রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম
নাখোদা মসজিদ কলকাতার প্রধান মসজিদ। এটি মধ্য কলকাতার বড়বাজার এলাকার জাকারিয়া স্ট্রিট ও রবীন্দ্র সরণির সংযোগস্থলে অবস্থিত। যা বঢ়ি মসজিদ নামেও পরিচিত।
তবে খোদার ঘরের নাম নাখোদা মসজিদ হয় কী করে, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
১৯২৬ সালে নির্মিত ১৫১ ফিট উচ্চতার এ মসজিদে রয়েছে তিনটি মূল গম্বুজ। সেই সময়ে প্রায় ১৫ লাখ ভারতীয় রুপি খরচ করে এই মসজিদ নির্মাণ করা হয়।
ইতিহাসের পাতায় নজর করলে দেখা যায়, আগ্রায় অবস্থিত মুঘল সম্রাট আকবরের সমাধি সৌধের আদলে এই মসজিদ নির্মাণ করা হয়। জানা যায় সুদূর গুজরাটের কচ্ছ থেকে আগত কুচ্চি মেমন জামাত নামে একটি দলের নেতা আবদুর রহিম ওসমান এই মসজিদটি নির্মাণ করেন।
আব্দুর রহিম ওসমান ছিলেন একজন বিখ্যাত নাবিক। নাবিকের সমার্থক একটি শব্দ হচ্ছে নাখোদা। সেই থেকেই এই মসজিদ ‘নাখোদা মসজিদ’ হিসেবে পরিচিতি লাভ করে।
‘এখন থেকে দেশের সব ক্যাম্পাসে দৃশ্যমান রাজনীতিতে যাওয়ার ইচ্ছে আছে’