শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের টিকিটে বাংলাদেশ বানান ভুল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার অংশগ্রহণে চলছে ত্রিদেশিয় ক্রিকেট সিরিজ ২০১৮।

সিরিজের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এ জন্য খেলা দেখতে টিকিট সংগ্রহ করেছেন অনেকেই। তবে টিকিটে বড় ধরনের এক ভুল চোঁখে পড়েছে অনেকেরই। টিকিট সংগ্রহ করার পর তাতে দেখা যায় বাংলাদেশ বনাম শ্রীলংকা এর জায়গায় বাংলাদেশ বানানই ভুল রয়েছে।

টিকিটে ইংরেজিতে বড় অক্ষরে BANGLADESH (বাংলাদেশ) এর বদলে লিখা রয়েছে BNANGLADESH(বিনাংলাদেশ) । ত্রিদেশিয় ক্রিকেট সিরিজের টিকিটে এত বড় ধরনের ভুল দেখে এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষুব্ধ হয়েছেনে অনেকেই।

অনেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা করছেন। বলছেন নিজের দেশেরই বানান ভুল এটা মেনে নেওয়া যায়না। যারা টিকেট ছাপা বা এর সাথে যুক্ত ছিলেন তারা দায়িত্বজ্ঞানহীন। তাদের সচেতনতার সাথে বানান চেক করে টিকিট ছাপানো উচিৎ ছিলো। কেউ কেউ বলছে , এটা অনাকাঙ্খিত ভুল তবে, মেনে নেওয়ার মতো নয়।

সাজিদ নামে এক ফেসবুক ব্যবহারকারী টিকিটের ছবি আপলোড দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ বানানই ভুল। এটা কিছু হলো? এ ধরনের ভুল আমরা কখনো আশা করি না।’

মাহফুজ উদ্দিন খান নামে অপর একজন লিখেছেন, ‘একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে এই ধরণের ভুল একদম গ্রহণযোগ্য নয়। নিজের দেশের নামের বানান ভুল করে চরম অবহেলার নজির রাখলো বিসিবি।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ