সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঘর ছেড়ে গ্রামবাসীর মাঠে দিনযাপন কেনো? (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গ্রামের নাম কাটোয়া কোশিগ্রাম। কুসংস্কারে আচ্ছন্ন গোটা গ্রাম। শতাব্দী প্রাচীন এক প্রথা সেটাকে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন গ্রামবাসীরা।

গ্রামবাসীরা জানায় বহু আগে এই গ্রামে ওলা উঠতো আর তার জন্য এক ফকির তাদের ফতোয়া দেয়। তারা যেনো একটাদিন ঘরে রান্না না করে গ্রামের একটা কোনো এসে সবাই যেনো একসঙ্গে থাকে এবং খাওয়া দাওয়া করে।

সেই পুরানো প্রথাকেই এখন পর্যন্ত এই গ্রামবাসী নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। যে কুসংস্কারে প্রায় ২৫০০ গ্রামবাসী তাদেরকে আষ্ঠে পিষ্ঠে বেধে রেখেছেন তার না 'মাঠ পালুনি'।

ওইদিন ফকিরতলায় বছরের পর বছর ফকিরের উত্তরসূরি এসে বসে থাকেন। তাঁর আশীর্বাদ নিতে ভিড় জমান গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ। গ্রামের গবাক্ষপথে আজও লোকের মুখে মুখে ফের সেই নাম-না-জানা ফকিরের কথা।

[embed][/embed]

সূত্র : সময় টিভি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ