সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইয়াবা পাচারে জড়িত ৭ মিয়ানমার নাগরিকের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার দুপুরে সাগর পথে ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের ৭ নাগরকিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উসমান গনি এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন আবদুল জলিল, মুজিবুর রহমান, সাইদুল আমিন, মো. রফিক, আবদুল মালেক, মো. আয়াস ও মো. গনি। তারা সবাই মিয়ানমারের আকিয়াবের দেবাইন এলাকার বাসিন্দা।

পরে কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন জানান, ২০১৭ সালের ২৬ মার্চ ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবাসহ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকা থেকে মিয়ানমারের ৭ নাগরিককে ট্রলারসহ আটক করে কোস্টগার্ড।

এই ঘটনায় কোস্টগার্ড টেকনাফ স্টেশনের পেটি অফিসার মোক্তার হোসেন বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দিলেন।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ