আসহাব উদ্দীন
চট্টগ্রাম প্রতিনিধি
আজ সামজের সর্বত্র মাদকের ছড়াছড়ি, সাধারণ মানুষের পাশাপাশি এখন শিক্ষিতরাও নিয়মিত মাদক সেবন করে যাচ্ছে। বিশেষ করে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা ব্যাপকভাবে মাদকে ধাবিত হচ্ছে।
আজ রবিবার সকাল ১০ টায় মাদরাসা নূরে মদিনা চট্টগ্রামের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার, অধ্যাপক ডক্টর আ.ফ.ম খালিদ হোসাইন এসব কথা বলেন।
তিনি বলেন, মাদকের মত মহামারির কবল থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে হলে অবশ্যই অামাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে।
মাদরাসার সদরে মুহতামিম মাওলানা লোকমান এর সভাপতিত্বে ও মাদরাসার প্রধান পরিচালক মাওলানা হাফেজ রুহুল্লাহর পরিচালনায় আয়োজিত দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা হারুন, প্রিন্সিপাল এমদাদুল কবির ভুইয়া, প্রিন্সিপাল শাওকত মাহমুদ, প্রিন্সিপাল হাবিবুল্লাহ, প্রিন্সিপাল ওসমান গণি ও বিশিষ্ট সমাজসেবক জনাব লোকমান সওদাগর প্রমূখ।
এইচজে