সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসলামী আদর্শে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রদের এগিয়ে আসতে হবে: ড.আ ফ ম খালিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আদর্শের মধ্যেই রয়েছে মানবতার কাঙ্খিত মুক্তি ও সাফল্য। মানুষের কল্যাণের জন্যই ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আর এজন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্রসমাজের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক, গবেষক ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন এ কথা বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র সামজের সাবেক কেন্দ্রীয় সভাপতি চট্রগ্রাম ওমর গনি এম ই এস ডিগ্রি কলেজের অধ্যাপক ড. আ ফ ম খালিদ বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রদের মাঝে ইসলামের আলোক রশ্মি ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী সংগঠন ইসলামী ছাত্রসমাজ কাজ করছে। গতানুগতিকতা পরিহার করে ইসলামি আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিবেদিত প্রাণ আদর্শ কর্মী বাহিনী গড়ে তোলায় এই সংগঠনের মহানভ্রত।

তিনি বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদের মাস্টার্স-এর মান প্রদান সহ বিভিন্ন ঐতিহাসিক দাবি ইসলামী ছাত্রসমাজ পেশ করে। ইতিহাসের কিংবদন্তিতে পরিবর্তন এনে এই সংগঠন নিজ স্বকিয়তায় এগিয়ে যাবে। এর অগ্রযাত্রা রোধ করা যাবে  না।

ছাত্রসমাজের চট্টগ্রাম মহানগর সভাপতি মো. ওয়াহিদুল্লার সভাপতিত্বে ও তানভীর সিরাজের সঞ্চলনায় প্রাণবন্ত এই সম্মেলন উদ্ভোধন করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবদুল খালেক নিজামী।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সভাপতি আবদুল্লা আল-মাসউদ খান। বিশেষ অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সরওয়ার কামাল আজিজী, প্রবীণ নেতা মাওলানা নূর মোহাম্মদ খিলী, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী, অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক মাওলানা ইলিয়াস মাহমুদ, সাবেক সংগঠন সচিব আবদুর রহিম, প্রাক্তন সহকারী মহাসচিব মোহাম্মদ আরশাদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আতিকুর রহমান সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সচিব বোরহান উদ্দিন আল-রাজী, কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ভারপ্রাপ্ত মহাসচিব আতিকুর রহমান সিদ্দিকী, ঢাকা মহানগর সভাপতি এহতেসামুল হক সাখী, সাধারণ সম্পাদক হামিদুল হক শরিফ, সাবেক ছাত্র নেতা মাওলানা এরশাদ বিন জালাল, মীর মহিউদ্দিন মাহমুদ, মাওলানা মোজাহিদ সগির আহমদ চৌধুরী, ছাত্র নেতা মো. দিদারুল আলম, ঈসা মাহমুদ হাশেমী প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ