নাটোরের গুরুদাসপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় দুজন অভিযুক্তের নাম পাওয়া গেছে। জানা যায়, অভিযুক্তরা দুজন আপন ভাই।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাদের গ্রেফতারে করে র্যাব। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলো– গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামের মোশারফ হোসেন ভক্তির ছেলে নাইম (১৯) এবং তার সহোদর নাজমুল (২২)।
সিপিসি-২, নাটোর র্যাব অফিসের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গত ২০ ডিসেম্বর বিলসা গ্রামের শিশু খাদিজা (৭) নিখোঁজ হয়। এরপর থেকেই নাঈম ও নাজমুল আত্মগোপন করে।
দুই দিন পর পাশের এক ডোবা থেকে খাদিজার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
মামলার সূত্র ধরে নাটোর র্যাব অফিসের একটি দল প্রথমে রাজশাহীর শাহমখদুম থানার ওমরপুর গ্রামের একটি ছাত্রাবাস থেকে নাঈমকে গ্রেফতার করে।
পরে নাঈম এর দেওয়া তথ্যে ঢাকার গাজীপুর এলাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়।
পাকিস্তানে ধর্ষণের পর শিশু হত্যার প্রতিবাদে সন্তান কোলে নারী কর্মীর সংবাদ পাঠ
এসএস/