সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


রৌমারী সীমান্তে বাংলাদেশির লাশ: অভিযোগ অস্বীকার বিএসএফ-এর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অীভযোগ বিএসএফ তাকে হত্যা করেছে। তবে বিএসএফ এই ঘটনা অস্বীকার করেছে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর সীমান্তে কদম আলী নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। লাশ উদ্ধারের পর স্থানীয়রা বিএসএফ-এর বিরুদ্ধে হত্যার অভিযোগ করে।

পরে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের দাতভাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম ভারতীয় বিএসএফ ৬ ব্যাটালিয়নের কুকুরমারী ক্যাম্পের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএসএফ এই ঘঠনা অস্বীকার করে বলেছে কদম আলীকে গুলি কিংবা আঘাতের বিষয়টি তারা জানেন না।

বিজিবি ৩৫ ব্যাটালিয়নের দাতভাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম ও রৌমারী থানার এসআই রুহুল আমিন এ খবর নিশ্চিত করেছেন।

রৌমারী থানার এসআই রুহুল আমিন জানান, লাশের সুরতহাল রিপোর্টে শরীরের কোথাও গুলির চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আবুল হাশেম বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানোর কথা রয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ