আওয়ার ইসলাম : আধিপত্য বিস্তার ও সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে পাবনা মেডিকেল কলেজে (পামেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ভুত পরিস্থিতিতে অনির্দিষ্ট কালের জন্য পাবনা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুর ২ টার মধ্যে ছাত্র ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।
তবে যাদের পরীক্ষা রয়েছে তাদের প্রবেশপ্রত্র দেখে হলে থাকতে দেওয়া হবে বলে কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল হক জানিয়েছেন।
তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষের সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে তিনি কিছু বলেননি।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের বর্তমান সভাপতি মাহফুজুর রহমান নয়ন মেডিসিন ক্লাব নিয়ন্ত্রণ করেন। অপরদিকে সাধারণ সম্পাদক অদ্বিতীয় দে’র নিয়ন্ত্রণে রয়েছে রোটারি ক্লাব গ্রুপ।
নতুন শিক্ষার্থীদের বরণকে কেন্দ্র করে তাদের মধ্য গত বৃহস্পতিবার রাত থেকে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মেডিকেল কলেজের সাবেক সভাপতি আবু তোরাব মিম, বঙ্গবন্ধু হলের সাংগঠনিক সম্পাদক, মশিউর রহমান, উপ যুগ্ম সম্পাদক জয়দেব কুমার সূত্রধর, সদস্য নির্ঝর, সাগর আহম্মেদ প্রমুখ।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাধারণ শিক্ষার্থীরা জানান, ক্লাব বা সমিতির নামে ছাত্র নেতারা বিভিন্ন ঔষুধ কোম্পানীর নিটক থেকে চাঁদা নিয়ে অনুষ্ঠানের নামে ভাগ বাটোয়ারা করে খায়। মূলত এই চাঁদা নেওয়া নিয়েই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অদ্বিতীয় দে বলেন, আমরা নতুন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতিমূলক সভা করছিলাম। এ সময় কিছু জুনিয়র শিক্ষার্থী সিনিয়র মেয়েদের উত্যক্ত করে। আমরা উত্যক্ত করার প্রতিবাদ করি। কিছুক্ষণ পরেই তারা স্বশস্ত্র অবস্থায় আমাদের উপর হামলা করে। এতে আমাদের সিনিয়র ভাইসহ ৭/৮ জন আহত হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, ভোররাত থেকে পাবনা মেডিকেল কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ক্যাম্পাসসহ হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
কলেজ অধ্যক্ষ আরো জানান, এই ঘটনায় মেডিসিন বিভাগের প্রধান আবু মোহা: শাফিকুল হাসানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।