সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


সুরা কাহফ থেকে অর্জিত গুরুত্বপূর্ণ ১০ সবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুরা কাহাফ একটি গুরুত্বপূর্ণ সুরা যার তেলাওয়াতে মুমিন অনেকগুলো পুরস্কার অর্জন করে থাকে। এরকম দশটি বিষয় তুলে এনেছেন রাশিদ আহমদ সিদ্দিকী। 

১৷ আল্লাহ তাআলার ইচ্ছা ও সন্তুষ্টি ব্যতিত কোন ব্যক্তি হিদায়াত পেতে পারে না৷

২৷ যে ব্যক্তি নিজের দ্বীন ও ঈমান হেফাজত করতে চায়, স্বয়ং আল্লাহ তাকে হেফাজত করার ব্যবস্থা নেন৷

৩৷ সর্বাবস্থায় হালাল খানা খাওয়া এবং সর্বাবস্থায় হারাম খানা বর্জন করা আবশ্যক৷

৪৷ প্রয়োজনে নিজের ঈমান গোপন করে রাখা এবং দ্বীনের স্বার্থে দেশ ত্যাগ করা৷

৫৷ ভবিষ্যৎকালে কোন কাজের ইচ্ছা পোষণ করলে ‘ইনশাআল্লাহ’ বলা৷

৬৷ ভুলে যাওয়া রোগের চিকিৎসা হল বেশি বেশি আল্লাহর জিকির করা৷

৭৷ আসহাবে কাহফদের যেমনিভাবে তিনশ নয় বছর পর ঘুম থেকে জাগিয়েছেন ঠিক তেমনিভাবে আমাদের কিয়ামত দিবসে পুনরুত্থাপিত করবেন৷

৮৷ আল্লাহর ওলিদের সংশ্রব আবশ্যক করে নেওয়া চায়, যেন অন্তরে দুনিয়া বিমুখতা এবং অাখিরাতের ফিকির পয়দা হয়৷

৯৷ জ্ঞান বৃদ্ধি ও জ্ঞানের উন্নতি সাধনের জন্য লাগাতার সফর করা উচিত৷

১০৷ সৎ মানুষদের মৃত্যুর পরও আল্লাহ তার বংশধরদের বিভিন্ন প্রকার বালা-মুসিবত থেকে হিফাজত রাখেন৷

আল্লাহ আমাদের আমল করার তওফিক দিন। আমিন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ