সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাত্র ২ ঘন্টা ক্লাস করে ৬ষ্ট শ্রেণিতে কৃতিত্ব দেখাল ৮৬ দিনে হাফেজ হওয়া আরাফাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজার প্রতিনিধি: মাত্র ৮৬ দিনে কুরআনে হাফেজ ইয়াসিন আরাফাত ফের কৃতিত্ব দেখাল। দুইঘন্টা ক্লাস করে ৬ষ্ট শ্রেণিতে সব বিষয়ে ‘এ প্লাস’ পেয়েছে সে।

এর আগে গত বছর ইবতেদায়ী সমাপনিতে (পিইসি) বৃক্তি লাভ করে মেধা তালিকায় স্থান করেছিল হাফেজ ইয়াসিন। সে গত অক্টোবরে মাত্র ৮৬ দিনে (২ মাস ২৬ দিন) কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করে।

ষষ্ঠ শ্রেণিতে মাত্র দুইঘন্টা জেনারেল ক্লাস করে সব বিষয়ে ‘এ প্লাস’ পেয়ে সপ্তম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে বিশ্বে সাড়া জাগানো কুরআনে হাফেজ ইয়াসিন আরাফাত। সেই সাথে হিফজের বার্ষিক পরীক্ষায়ও সব বিষয়ে ‘এ প্লাস’ পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করে।

ছেলের এই অভাবনীয় সাফল্যে কক্সবাজারস্থ তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার অধ্যক্ষ রিয়াদ হায়দারসহ সকল শিক্ষকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পিতা সাংবাদিক গোলাম আজম খান।

ঢাকা উত্তরে নির্বাচন করবে দুই ইসলামি দল; চলছে প্রচারণা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ