আওয়ার ইসলাম: বর্ষীয়ান আলেমেদ্বীন, লেখক ও গবেষক ড. আ ফ ম খালিদ হোসেনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত দক্ষিণ জেলা ভিত্তিক অরাজনৈতিক ধর্মীয় সেবামুলক কাফেলা "চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদ" এর নীতিমালা/গঠনতন্ত্রানুযায়ী দীর্ঘ কর্মসূচিকে পূর্ণঙ্গ রুপদান করার দৃঢ় প্রত্যায়ে গত ৫/১/২০১৮ ইং সন্ধায় চট্টগ্রাম পটিয়া শান্তির হাট মীর সুপার মার্কেটের ২য় তলায় উপ-পরিষদের সদস্য মাওলানা মোজ্জাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে ও আহ্বায়ক মুহাম্মদ মিছবাহ উদ্দিন এর সঞ্চালনায় কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় নবদূত নীতিমালার ৬ষ্ঠ ভাগের অনুচ্ছেদে লিপিবদ্ধ কর্মসূচীর ভিত্তিতে ওলামা মাশায়েখ উপদেষ্টা পরিষদ, শিক্ষা ও শিল্পপতি উপদেষ্টা পরিষদ সহ উপ-পরিষদের গঠনের ৫/১/২০১৮ থেকে ৩০/১১/২০১৮ ইং ২১ জন বিশিষ্ট একটি কমিটি করা হয়।
এবং এই কমিটি কে দক্ষিণ জেলা ২৮ টি মাদরাসার পরিচালক মহোদয়গণের সৌজন্য সাক্ষাতে উপদেষ্টা করণ ও পরামর্শ করার উপর গুরুত্বারুপ করা হয়। তা ছাড়া পূর্ণাঙ্গ ৫১ জন উপদেষ্টা নির্বাচন করার আলোচনা করা হয়। এতে সাংগঠনিক অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন নব-নির্বাচিত পরিষদের সদস্য ও উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত একঝাঁক সংগঠন প্রেমী সংগঠক বন্ধুরা।
নব-নির্বাচিত কমিটিতে যারা রয়েছেন
১/সভাপতি- মুহাম্মদ এফ.এস.ডি ইকরামুল হক।
২/সিনিয়র সহ সভাপতি- মাওলানা ফিরোজ উদ্দিন।
৩/সহ সভপতি- মুহাম্মদ আবছারুল হাসান।
৪/সাধারণ সম্পাদক- মাওলানা সাইফুল করিম।
৫/সিনিয়র সহ সাধারণ সম্পাদক- মাওলানা ইউনুছ হাবিব।
৬/সহ সাধারণ সম্পাদক- মুহাম্মদ মাওলানা কায়সার হামিদ।
৭/সাংগঠনিক সম্পাদক- মুহাম্মদ মিছবাহ উদ্দিন।
৮/সহ সাংগঠনিক সম্পাদক- এহসান উল্লাহ।
৯/অর্থ সম্পাদক- মাওলানা জুনাইদুল হক।
১০/সহ অর্থ সম্পাদক- মুহাম্মদ ফরহাদ হোসাইন।
১১/প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- মুহাম্মদ এইচ এম ইদ্রিস।
১২/সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- মুহাম্মদ মাসুদুর রহমান।
১৩/হিসাব ও দপ্তর বিষয়ক সম্পাদক- মাওলানা আরিফুল ইসলাম।
১৪/সমাজ কল্যান বিষয়ক সম্পাদক- জাহেদ উল্লাহ।
১৫/সিনিয়র সদস্য-মাওলানা জহিরুল ইসলাম।
১৬/সদস্য-মাওলানা হোসাইন আহমদ।
১৭/সদস্য-মাওলানা নুরুল ইসলাম সাইফী।
১৮/সদস্য-মুহাম্মদ মিজানুর রহমান (মুরাদ)
১৯/সদস্য-মুহাম্মদ খালেদ আনিছ।
২০/সদস্য-মুহাম্মদ ওসমান গনী।
২১/সদস্য-মুহাম্মদ রিদওয়ানুল হক।
আলোচনা সভা শেষে সংগঠন, দেশ ও জাতির উদ্দেশ্যে মোনাজাত পরিচালনা করেন সভার সভাপতি ও উপ-পরিষদের সদস্য মাওলানা মোজ্জাম্মেল হক চৌধুরী সাহেব।
উল্লেখ্য, আগামী ডিসেম্বর ২০১৮ পটিয়া উপজেলায় এক ইসলামি মহা সম্মেলন এর মাধ্যমে নবদূত পরিবারে পথচলা ও আত্মপ্রকাশ করার ইচ্ছা পোষণ করেছেন নবদূত পরিবারের সদস্য গণ।
এইচজে