কাউসার লাবীব: দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের’ সাহিত্য ও আনন্দ ভ্রমণ। এবারের সাহিত্য ও আনন্দ ভ্রমণ ছিল বাংলাদেশের প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ।
দিনভর সাংস্কৃতিকমূলক নানা প্রতিযোগিতা, আড্ডা, মতবিনিময় ও বইয়ের মোড়ক উন্মোচনসহ বিভিন্ন আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠে এ আনন্দ ভ্রমণ।
ভ্রমণসঙ্গীদের নিয়ে সকাল আটটায় বায়তুল মোকাররমের পশ্চিম রোড থেকে গাড়ি ছাড়ে প্রাচীন ইতিহাসের নিরব সাক্ষী সোনারগাঁওয়ের উদ্দেশ্যে। সকাল দশটা নাগাত সেখানে পৌঁছে সোনারগাঁওয়ের লোকজ ও কারুশিল্প জাদুঘর, পানামসিটিসহ সোনারগাঁওয়ের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করা হয়।
এছাড়া রিসোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতা। ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতা সবার মনে অন্যরকম এক আনন্দ যোগায়।
প্রতিযোগিত পর অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী, সম্মাননা ক্রেস্ট প্রদান ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন পর্ব। এ পর্ব শেষে মাগরিবের নামাজের পর ভ্রমণসঙ্গীগণ সোনারগাঁও ত্যাগ করেন।
ইসলামী লেখক ফোরামের এ সাহিত্য ও আনন্দ ভ্রমণে তরুণদের উজ্জীবিত করতে বড়দের মধ্য থেকে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন [বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস], কবি মহিউদ্দিন আকবর [নজরুল গবেষক], শায়খ আহমাদুল্লাহ [সৌদি প্রবাসী দাঈ], মাওলানা মুফীজুল ইসলাম [হৃদয় গলে সিরিজের লেখক], ড. গোলাম রব্বানী [শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়], ড. ইমতিয়াজ বিন মাহতাব [বিশিষ্ট লেখক, রাজশাহী], মুফতি উসামা আমিন [শামছুল হক ফরিদপুরী রহ.-এর নাতি] , মাওলানা আইয়ুব বিন মঈন [বিশিষ্ট লেখক], মাওলানা সাইফুল ইসলাম [বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব]। এহসানুল হক [রকমারি ডটকম] সহ অনেক বিশিষ্টজন।
এবারের সাহিত্য ও আনন্দ ভ্রমণে আয়োজন সহযোগী হিসেবে থাকছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। আর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম তরুণলেখকদের মনে আনন্দ যোগাতে প্রত্যেক বছর এ সাহিত্য ও আনন্দ ভ্রমণের আয়োজন করে থাকেন। গত বছর গাজীপুরের ন্যাশনাল পার্কে দিনভর এমন আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছিল, যা লেখকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
পুরো অনুষ্ঠানের ৩০০+ ছবি দেখতে ক্লিক করুন