হাওলাদার জহিরুল ইসলাম: মুসলিম বিশ্বের ঐতিহাসিক দীনি মারকায দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগে আসা-
আমার বিয়ের জন্য এমন ফ্যামিলি থেকে প্রস্তাব আসছে যে ফ্যামিলির ইনকামের উৎস ব্যাংক থেকে উপার্জন।আর মেয়ে নিশ্চই ওই উপার্জন খেয়ে পরেই বড় হয়েছে।আমার করণীয় কী?-
এমন প্রশ্নের জবাবে বলা হয়েছে, যথা সম্ভব এধরনের ফ্যামিলি থেকে দূরে থাকা চাই। বিয়ের ক্ষেত্রে এমন ফ্যামিলিকে প্রাধান্য না দেয়া। বরং কোন সৎ ফ্যামিলির সঙ্গে আত্মীয় করা উচিত।
ফতোয়া নম্বর : ১৫৭৭৫৬
উর্দু ১৮ নিউজ ডটকম