আওয়ার ইসলাম: মৃত্যু চিরন্তন সত্য... রাষ্ট্র দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে ফেরাউন কোনো দিন মারা যেত না।
মন্ত্রীত্ব দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে হামানও কোনো দিন মারা যেত না।
ধন-সম্পদ দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে কারুনও কোনো দিন মারা যেত না। শক্তিবলে যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে রুস্তম ও সোহরাবও কোনো দিন মারা যেত না।
চিকিৎসা দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে আফলাতুন (প্লেটো) ও জালিনূসও কোনো দিন মারা যেত না। জ্ঞান ও কৌশল দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে লোকমান আলাইহিস সালামও কোন দিন মারা যেতেন না।
হৃদ্যতা ও প্রেম দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে কোনো নেক স্ত্রী চোখের সামনে তার যুবক স্বামীকে মরতে দিত না।
ভালোবাসা দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে কোনো মা তার কোলের নিষ্পাপ সন্তানকে কোনো দিন মরতে দিত না।
জীবনের অবধারিত পরিণতি মৃত্যু। মৃত্যুর পথে ধাবমান জীবন। অনন্ত জীবনের সূচনা ও পরিণতির শুভাশুভ নির্ভর করে ক্ষয়িষ্ণু এই জীবনের কর্মের ওপর। নন্দিত কর্ম নন্দিত মৃত্যু। কিন্তু মৃত্যুই কি শেষ কথা? নাকি মৃত্যু খুলে দেয় জীবনের হিসেবের নতুন খাতা?
পথহারা মানুষের দরদী পথপ্রদর্শক মাওলানা যুলফিকার আহমাদ নকশবন্দি'র এক অসাধারণ বয়ান সংকলন 'মৃত্যুই শেষ কথা নয়'।
মূল : মাওলানা যুলফিকার আহমাদ নকশবন্দি। অনুবাদ : মাওলান আবুজারীর আবদুল ওয়াদুদ
প্রকাশক : মাকতাবাতুল ইসলাম। মূল্য : ২৪০ টাকা। প্রকাশকাল : ডিসেম্বর ২০১৭
মাকতাবাতুল ইসলামের সব বইয়ের খবর ও আপডেট পেতে ফেসবুক পেইজে লাইক দিযে নজর রাখুন