হাওলাদার জহিরুল ইসলাম: মিশরীয় গণমাধ্যম জানিয়েছে, মিশরের ১৩ বছর বয়সী আবদুর রহমান হুসাইন পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবী কিশোর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
সম্প্রতি মালয়েশিয়াতে মেধাভিত্তিক এক আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৭০ টি দেশের ৩ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
ওই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মাত্র ৮ মিনিটে আবদুর রহমান ২৩০ টি জটিল প্রশ্নের সমাধান লিখে ৩ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিাকার করে। এ পর্বে মোট প্রশ্ন ছিলো ৩১৫ টি।
আবদুর রহমান এ সফলতা অর্জনের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেছে, আমার সকল অর্জনের ক্রেডিট আমার শিক্ষক ও মা বাবার। তারাই আমাকে এ পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন।
ডেইলি পাকিস্তান