আরব্য প্রান্তর
ওয়াসিম রহমান সানী
যে প্রান্তরে আদম হতে হযরত
বেহেস্তের সওগাত ফাতেমা আলী ইমামদ্বয়
রক্তে রক্তাক্ত আজো সেই কারবালার প্রান্তর।
অতঃপর তায়েফের বুকে সন্ধ্যা নেমে আসে
কালো পাথরের পাহাড় অকপটে ইতিহাস লিখে।
কালের সাক্ষী হয়ে মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে
সগৌরবে পৃথিবীর আদি-অন্ত নিয়ে পাহাড়ে নূর ।
ঠোঁটে প্রস্তর নিয়ে যে পাখি নিক্ষেপ করেছিল
দ্বীন বিরোধী জালিমদের মাথায় বক্ষে,
দিনমান প্রদক্ষিন করছে কালো ক্বাবার চারদিক
সে আবাবীলের সাক্ষাৎ পেয়ে ধন্য হিযরতে ক্বাবা।
উন্মুখ হয়ে কার পায়ের চিহ্ন খোঁজে ধূলির মর্ত্যে ?
উত্তপ্ত ধূসর ধূলোমাঠ চারদিক জনশূন্য সুনসান ।
আজিজিয়া হতে মেষপাল,আর কতোদূর বাকি ক্বাবা !
ক্বাবার পাথরে মিশকাতের কী সুবাস ...
যেনো ইব্রাহীম, ইসমাইল, প্রিয় মোহাম্মদের গায়ের সুঘ্রাণ।
স্বপ্নে তুমি ছন্দে তুমি (গীতি কবিতা)
ইখতিয়ার হোসাইন
স্বপ্নে তুমি ছন্দে তুমি
তুমি প্রেমিক দিলে
আঁধারঘেরা বিশ্বে প্রদীপ
তুমি জ্বেলে দিলে
ছন্দকবি তোমার ছবি
আঁকছে প্রেমের পাতায়
তুমি আমায় হৃদয় জুড়ে
মনের গভীর খাতায়!!
সালাম নিও ওগো প্রাণের নবী
সালাম নিও ওগো বিশ্বনবী!!!
তুমি প্রেমী তুমি প্রেমিক
রহমাতুল্লিল আলামিন
তোমায় পেয়ে কুল মাখলুকে
ফুঁকে সুরে সুখের বীণ
প্রাণের নবী প্রেমের নবী
তুমি তুমি তুমি সব
সকাল সাঁঝে হৃদয় মাঝে
তুমি তুমি অনুভব!!
সালাম নিও ওগো প্রাণের নবী
সালাম নিও ওগো বিশ্বনবী!!!
ওগো প্রিয় নবী (গীতি কবিতা)
শাহনূর শাহীন
ওগো প্রিয় নবী
দেখা দাও তুমি যদি
ধন্য হবে এ জীবন...
স্বপ্নে তোমারি ছবি
যতনে আঁকি আমি
হৃদয় ও মনন...
ওগো প্রিয় রাসুল তুমি আমার প্রিয়জন
ওগো প্রিয় হাবীব তুমি মোদের প্রিয়জন-ঐ
আরবের মরুভুমি
তোমার ছোঁয়াতে দামি
সেবার সেরা এ ভূমে...
আরশের ছায়াতলে
মক্কার উদয়াচলে
মা আমেনারি কোলে...
তুমি এলে সৌরভ হয়ে, আলোকময় হলো এ ভুবন-ঐ
কেটে ঘোর অমানিষা
ফুটিলো আলোর শিখা
স্বপ্নরাঙা প্রভাতে...
দূর প্রাচ্য কায়সার কিসরা
ভূপিত জালিম বাদশা
মুক্তি পেলো সকলে...
ছড়ালো খুশি ভবে তোমায় পেয়ে, স্বপ্নিল হলো এ ভুবন-ঐ
তোমার আগমনে
পুলকিত সর্বজনে
মদিনায় খুশিরও জোয়ার...
সবাই দলে দলে
ছুটিলো তোমার পানে
ভুলে ভয় দ্বিধা ও সংঘাত...
সাম্যের পয়গাম নিয়ে তুমি এল, তুমি শান্তির মেহমান-ঐ
শানে খাইরুল বাসার
আব্দুল্লাহ আল আমিন
অতুল এক শান নিয়ে গো তুমি, প্রেরিত এ ধরায়
আধাঁরেও সুচ হতো উদ্ধার তোমারি রূপের আভায়।
খুলুকে আযিম উপাধি যাহার, তুমিই হে প্রিয় রাসূল
দিদারে তোমার অমিও সুধা পায় যেন জাহানকুল।
সৃজিত তুমি হয়ে রহমত সৃষ্টি কুলের তরে
চন্দ্রকিরণ হয় অম্লান মুচকি হাসির ঝড়ে।
শিষ্টাচারের আধার তুমি তবিব সকল ব্যধির
তোমারি ছোঁয়ায় পরশপাথর হতো কাট্টা কাফির।
মরুআরবের উষর ভূমি তোমারি রক্তে রাঙা
পাপাচারের জাহালত ঠেলে দ্বীনকে করেছ চাঙা।
আপন লোকের শত আঘাতেও নিরব রয়েছ তুমি।
তাদেরই তরে চেয়েছো ক্ষমা প্রভুর চরণ চুমি।
তোমারি শান কেমনে বর্ণিব আমি যে অধম হীন
কুল কায়েনাতের শ্রেষ্ঠ রসুল রহমাতুল্লিল আলামিন।
অবিরাম এক নিরব বেদনায় ব্যথাতুর এ হৃদয়।
এ ব্যথা আছে থাকবেও জানি হবে নাকো কভু ক্ষয়।
তামান্না বে-হদ হরদম ঐ মহা মহিমের তরে।
শেষ জমিয়তের অন্তিমক্ষণে সুপারিশ যেন তিনি করে।
মাটির নবী
ফকির শাহজাহান সাজু
মাটির দেহে মুহাম্মাদ নবী,
রাসুল রূপে নূরের আবির
পরম সত্য কোরআনের দাবি
এক পয়গম্বর দীনের তরি
মুহাম্মদ, আদম মাটির গাড়ি,
প্রত্যাদেশ দিয়ে পার্থক্য গড়ি
অন্ধকারে নূরের জ্যোতি।
দেহমোবারক হয় যদি নূরের সৃষ্টি
কেন মানবে মানব প্রজাতি?
মাটি দিয়ে আদম তৈরি
মানবের নেতা হবে স্বজাতির।
মেষের পালে আরব দেশে- উদয়,
দেহ মোবারক নূর দিয়ে সৃষ্টি নয়?
হাসি কান্না দুঃখ বেদনা কি অভিনয়?
মানব ভূমে মাটির নির্যাসের অবয়ব
রাখাল রাজা সত্যের ধারক
বিশ্বাস অন্তরে বিশ্বাসীদের হয়।
মাটির দেহে নূরের রোপণ,
বানাইল আল্লাহ শ্রেষ্ঠ ভুবন
বালুকাময় মরুতে ললিত কমল
ফুটলো যে ফুল কুসুম ও কানন।
এসএস/