শাহনূর শাহীন: হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী নওমুসলিমা মেয়ের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে পরিবারে বাকী ৬ সদস্য।
গত সোমবার সিলেটের ওসমানিনগর উপজেলায় এমন অভুতপূর্ব ঘটনার অবতারনা হয়।
ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের রাধীকা রায় (৯০) এর দুই মেয়ে জোসনা ও মরিয়ম ২০০৪ সালের ২৫ জানুয়ারী ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম ধর্ম গ্রহণ করার পর তারা উভয়েই পিতা-মাতার সম্পর্কচ্ছেদ না করে নিজেদের আড়াল করেননি।
স্বামীর সংসারে থেকেও জোসনা ও মরিয়ম নিয়মিত যোগাযোগ রেখেছেন পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে।
নিয়মিত যোগাযোগ, সম্পর্ক রক্ষা করে চলা এবং সুন্দর আচরণে মুগ্ধ হয়ে অবশেষে রাধিকা রায় সহ মুসলমান হলেন পরিবারে ৬ সদস্য।
মুসলিম হওয়া একই পরিবারের ৬ সদস্য হলেন, রাধীকা রায় (৯০) (বর্তমান নাম আব্দুল্লাহ মোহাম্মদ), রাধীকা রায়ের স্ত্রী সিন্দু রানী রায় (৭৫) (বর্তমান নাম খাদিজাতুল কুবরা)।
রাধীকা রায়ের পুত্র নিথিশ রায় (৩৪) (বর্তমান নাম আব্দুল্লাহ ওমর), নিথিশ রায়ের স্ত্রী ঝুমা রাণী রায় (৩৩) (বর্তমান নাম উম্মে কুলসুম), নিথিশ রায়ের দুই পুত্র সজীব রায় (১০) (বর্তমান নাম আব্দুল্লাহ জায়েদ) ও সূর্য রায় (৪) (বর্তমান নাম আব্দুল্লাহ উবাইদ)।
জানা যায়, গত সোমবার ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এসএস/