সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জামিয়া গাফুরিয়া’র মহা সম্মেলন ৩ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার খতমে বুখারী শরিফ ও ফারেগীন ছাত্রদের দিস্তারে ফজিলত উপলক্ষে ৬৭ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ৩ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে৷

সম্মেলনে খতমে বুখারী করবেন উপমহাদেশের অন্যতম ধর্মীয় বিদ্যাপিঠ দারুলউলুম দেওবন্দ এর প্রখ্যাত মুহাদ্দিস ও মুছান্নিফ আল্লামা জামিল আহমদ৷

এছাড়াও মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা যুবায়ের আহমদ আনসারীসহ দেশবরেণ্য উলাময়ে কেরাম ওয়াজ করবেন।

বাদ আসর থেকে পরদিন সকাল পর্যন্ত মাহফিল চলবে৷ ইতোমধ্যেই মাহফিলের সব আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে৷ প্রতি বছরের মত এবারও লক্ষাধিক লোক সমাগম হবে এমনটাই আশা করছে মাদরাসার ছাত্র-উস্তাদ ও এলাকাবাসী৷

প্রতিষ্ঠানটি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকায় মনোরম পরিবেশে ১৫০ কাঠা জমির উপর অবস্থিত৷ এখানে শিশুশ্রেণি থেকে নিয়ে দাওরায়ে হাদীস ও ইফতা বিভাগ রয়েছে৷এছাড়াও আছে হিফজ বিভাগ ও একটি এতিম খানা৷

প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থী ৭০০৷ এ বছর ফারেগীন ছাত্র মোট ৩৫ জন৷ দাওরায়ে হাদীস ফারেগ হচ্ছেন ১৭ জন৷ আর হিফজ বিভাগ হতে ১৭ জন৷


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ