আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
উর্দু ভাষার অমর কবি মির্জা আসাদুল্লাহ গালিবের প্রতি সম্মান প্রদর্শন করলো গুগল ডুডল। মির্জা গালিবের ২২০তম জন্মবার্ষিকী উদযাপন করছে গুগল।
মোগল আমলের এ কবি উর্দু ও ফার্সি ভাষায় কবিতা লিখতেন। তবে তিনি অমর হয়ে আছেন তার গজলের মাধ্যমে। বহু ভাষায় তার কবিতা ও গজল অনুদিত হয়েছে।
কবি গালিব মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের বড় ছেলের সাহিত্য শিক্ষক। এছাড়াও তিনি মোগল দরবারের ঐতিহাসিক হিসেবেও নিয়োগ পান। ১৮৫০ সালে মোগল সম্রাট তাকে ‘দাবিরুল মুলক’ উপাধিতে ভূষিত করেন।
মির্জা গালিবের পূর্ণ নাম মির্জা আসাদুল্লাহ বেগ খান। তিনি ২৭ ডিসেম্বর ১৭৯৭ সালে জন্মগ্রহণ করেন। মাত্র ১১ বছর বয়সে গালিব কবিতা লেখা শুরু করেন। মাত্র ১৩ বছর বয়সে বিয়ে করে তিনি দিল্লিতে বসবাস শুরু করেন।
মির্জা গালিবের কবিতায় প্রেম, বিরহ, ধর্মচিন্তা ও ইতিহাস আশ্রয় পেয়েছে। তার শেষ জীবনের কবিতায় উঠে এসেছে ট্রাজেডি ও জীবনের দুর্বিষহ চিত্র। শেষ জীবনে তিনি ভয়াবহ আর্থিক সংকটে পড়েন।
উর্দু ভাষার অমর এ কবি ১৫ ফেব্রুয়ারি ১৮৬৯ সালে মৃত্যুবরণ করেন।
উর্দু গদ্য ও পদ্যে তার অবদানের স্বীকৃতি স্বরূপ তার দিল্লিরে বাড়িকে জাদুঘর বানানো হয়েছে।