শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ইসলামী লেখক ফোরামের পিকনিক ৬ জানুয়ারি, নিবন্ধন শেষ পর্যায়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাহিত্য ও আনন্দ ভ্রমণ আগামী ৬ জানুয়ারি শনিবার। বাংলার প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দিনভর এই ভ্রমণের আয়োজন করা হয়েছে।

ফোরাম কর্তৃপক্ষ জানায়, ভ্রমণের নিবন্ধনের কাজ শেষ পর্যায়ে। আগামীকাল সোমবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত ৬০০ টাকা ফি দিয়ে নিবন্ধন করা যাবে। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সুযোগ থাকবে না। নিবন্ধন ছাড়া কেউ ভ্রমণে অংশগ্রহণ করতে পারবেন না।

সদস্যদের জন্য প্রতি বছর এই ভ্রমণের আয়োজন করে থাকে ইসলামী লেখক ফোরাম। তবে প্রত্যেক সদস্য সঙ্গে করে সদস্য নন এমন কোনো বন্ধুকেও নিতে পারেন।

গত বছর গাজীপুরের ন্যাশনাল পার্কে দিনভর আয়োজন করা হয় এই পিকনিকের, যা ব্যাপক সাড়া ফেলে।

আয়োজকরা জানান, এবারের আয়োজনেও থাকবে দিনভর প্রতিযোগিতা ও সাংস্কৃতিকমূলক নানা আয়োজন। এছাড়া ঐতিহ্যের নগরী পানামসহ নানা দর্শনীয় স্থান পরিদর্শনের ব্যবস্থা থাকবে। ভ্রমণে অংশগ্রহণকারী সবার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আর প্রতিযোগিতায় বিজয়ীরাও পাবেন মূল্যবান পুরস্কার।

নিবন্ধনের জন্য ০১৯১৪-৫৭৪০৪৭ ও ০১৬৭৬-৬৬৮৯০৮ নাম্বারে যোগাযোগ করতে হবে।

এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম

আর আয়োজন সহযোগী হিসেবে থাকছে আল নূর আলচারাল সেন্টার বাংলাদেশ, গহরপুরী ফাউন্ডেশন, আল ওয়াসি ট্রাভেলস, মাকতাবাতুল হেরাসহ কয়েকটি প্রতিষ্ঠান।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ