শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

কওমি মাদরাসা সমাজের জন্য রহমত : মুফতি যুবায়ের আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ঢাকার জহিরুদ্দিন আহমাদ ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল ও মসজিদে মদিনা মুনাওয়ার-এর খতিব মুফতি যুবায়ের আহমাদ বলেছেন, কওমি মাদরাসা সমাজের জন্য রহমত,  কওমি মাদরাসার বদৌলতেই সমাজ টিকে আছে। অনেক দেরীতে হলেও এই কথা আজ সমাজের প্রতিটি মানুষই বুঝতে  পেরেছে।
মুফতি যুবায়ের আহমাদ বলেন, কওমি মাদরাসা রাসুল সা. এর যুগ থেকেই ইলম ও আমল বিতরণের শুদ্ধতম একটি মাধ্যম। কওমি মাদরাসা থেকেই যোগ্য আলেম তৈরি হয়ে দেশ-বিদেশে ইসলামের খেদমত করছে ছাত্ররা।
রাজধানীর মুগদা থানা ইমাম উলামা পরিষদ ঢাকা আয়োজিত দুই দিন ব্যাপী ৩য় বার্ষিক ওয়াজ মাহফিলের ২য় দিনে বিশেষ অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুগদা থানার ইমাম উলামা পরিষদ ঢাকা’র সভাপতি হাফেজ মাওলানা তোফাজ্জাল হোসাইনের সভাপতিত্বে মান্ডা হায়দার আলী স্কুল মাঠে সোমবার বাদ আসর থেকে শুরু হয় মাহফিল। আজ মাহফিলের দ্বিতীয় অধিবেশন চলছে।

বার্ষিক এ ওয়াজ মাহফিলে আরও বয়ান পেশ করবেন,  বনবাড়িয়া মদিনাতুল উলুম মাদরাসা সিরাজগঞ্জের মুহাদ্দিস আলহাজ হাফেজ মাওলানা আবদুল বাসেত খান এবং মাদরাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের মুহতামিম আল্লামা মুফতি মুশতাকুন্নবী।

হাফেজ মাওলানা তোফাজ্জল হোসাইন বলেন, প্রতি বছর মুগদা থানা ইমাম উলামা পরিষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল হয়ে থাকে। সে ধারবাহিকতাই এবারের আয়োজন।

তিনি বলেন, মানুষকে ঈমান ও আমলি বানাতে ওয়াজ মাহফিলের বিকল্প নেই।

ইমাম উলামা পরিষদের এ মাহফিলে মগদা মান্ডা মানিকনগর ও আশপাশের অনেক এলাকা থেকে কয়েক হাজার মানুষ এ সম্মেলনে অংশ নেন। আলেম উলামাগণও ব্যাপকভাবে এ সম্মেলনে উপস্থিত হয়ে থাকেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ