শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

এবার ইসলাম নিষিদ্ধের দাবি করলো বিজেপি নেতা ও প্রতিমন্ত্রী অনন্ত কুমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম নিষিদ্ধের দাবি জানালো ভারতের কেন্দ্রীয় সরকারের দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা অনন্ত কুমার।

তিনি বলেন, যত নষ্টের গোড়া ইসলাম ধর্মই। ওই ধর্মের মূলোচ্ছেদ না হলে বিশ্বে সন্ত্রাসবাদকে নিকেশ করা যাবে না।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে প্রকাশ্যে বলতে দেখা গিয়েছে, ‘‘পৃথিবীতে যত দিন ইসলাম ধর্ম থাকবে, থাকবে সন্ত্রাসবাদও। ইসলাম ধর্মের মূলোচ্ছেদ না করা গেলে সন্ত্রাসবাদকে নিকেশ করা যাবে না।’

কথাগুলি যে মুখ ফসকে বেরিয়ে যায়নি কর্নাটকের বিজেপি নেতা অনন্তকুমারের, তাও স্পষ্ট ভিডিও ফুটেজে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন, ‘‘সুযোগ পেলে আমি যা বলছি, ঠিক সেটাই লিখুক মিডিয়া। যা বলছি, ঠিক সেটাই দেখানো হোক টেলিভিশনে। বিশ্বশান্তির পক্ষে ইসলাম ধর্ম বড়ই বিপজ্জনক। এটা একটা বোমা। ইসলাম ধর্ম থাকলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না।’

গত বছরের ওই ভিডিওটি তাঁর টুইটারে অভিনেতা প্রকাশ রাজ এ দিন শেয়ার করার পরপরই সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার করে প্রকাশ তাঁর টুইটে লিখেছেন, ‘‘মন্ত্রী বলেছেন, ‘পৃথিবী থেকে ইসলাম ধর্মকে শেষ করে দেওয়া উচিত’... তা হলে যখন তিনি হিন্দুত্বের কথা বলেন, তখন কি তিনি বলতে চান যে, সেটাই জীবনের একমাত্র মন্ত্র?’’

জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা প্রকাশ রাজ তাঁর টুইটে এও লিখেছেন, ‘‘কে আপনারা? আপনারা কি নতুন অবয়বে সেই জার্মানির হিটলারই?’’

বিতর্ক অবশ্য কখনওই পিছু ছাড়তে চায় না ৪৯ বছর বয়সী মন্ত্রী অনন্ত কুমারকে। এ সপ্তাহের গোড়ায় কিত্তুরে একটি জনসভায় তিনি অশ্লীল ভাষায় আক্রমণ করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে। তার জন্য মানহানির একটি মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।

শেষ বারের রদবদলের সময় অনন্ত কুমারকে কেন্দ্রীয়  মন্ত্রিসভায় আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মন্ত্রী গলা টিপে ধরে দেওয়ালে ঠেসে এক চিকিৎসককে চড় মারছেন। মন্ত্রীর বক্তব্য ছিল, ওই চিকিৎসক হাসপাতালে ভর্তি তাঁর মায়ের চিকিৎসায় গাফিলতি দেখিয়েছেন। সুত্র: আনন্দ বাজার পত্রিকা।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ