মুহা. আসহাব উদ্দিন
চট্রগ্রাম প্রতিনিধি
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানি ঘোষাণার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আল-আকসা রক্ষায় প্রয়োজনে ২শ কোটি মুসলিম শহীদ হবো, তবুও আল-আকসা রক্ষা করব।
আজ বাদ এশা চট্টগ্রাম নগরীর প্রাচীনতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া মোজাহেরুল উলুমের বার্ষিক মাহফিলে প্রধান অতিথির আলোচনা করেন আল্লামা বাবুনগরী একথা বলেন।
আল্লামা বাবুনগরী বলেন, আল-আকসা মুসলমানদের প্রথম কেবলা, মুসলমানদের নিকট মক্কা-মদিনার মতো আল-আকসাও পবিত্রতম স্থান, আল-আকসা ইহুদীদের হাতে চলে যাবে তা বিশ্বের ২শ কোটি মুসলিম কখনো মেনে নেবে না।
তিনি কুরআল শরীফের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, ইহুদী খ্রিষ্টানরা পরস্পর বন্ধু। কোন মুসলিম ইহুদী-খ্রিষ্টানের বন্ধু হতে পারে না। ইহুদী-খ্রিষ্টানরা সবসময় মুসলিমদের দুশমন।
ট্রাম্পের ঘোষণা যেন বাস্তবায়ন না হয় সেজন্য ওআইসি, আরব লীগ ও মুসলিম দেশের রাষ্ট্র প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান। জেরুজালেমকে ইসরাঈলের হাত থেকে রক্কা করতে যারা প্রচেষ্টা চালাচ্ছে বিশেষ করে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে তিনি ধন্যবাদ জানান।
আরএম