শাহ হাকীম মোহাম্মদ আখতার দা.বা
হযরত হাকীম আখতার সাহেব বর্ণনা করেন যে, হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. বলেছেন, যখন কেউ আমার কাছে ক্ষমা চায় আমি সাথে সাথে ক্ষমা করে দেই। কেননা আশরাফ আলীরও তো ক্ষমার প্রয়োজন আছে। কিন্তু অনেক উস্তাদ, অনেক মা-বাবা, মূর্খ প্রকৃতির হয়। তাদের কাছে ক্ষমা চাওয়া হলে বলে তোমাকে ক্ষমা করব না। আমার জানাযায়ও তুমি শরীক হবে না। আপনি কি জানেন? যে ব্যক্তি ক্ষমাপ্রার্থী মুসলমান ভাইকে ক্ষমা না করে তার জন্য কত বড় সাজা নির্ধারিত রয়েছে।
প্রিয় নবী হযরত মোহাম্মদ স. বলেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের ক্ষমা প্রার্থনাকে গ্রহণ না কেরে সে যেন আমার হাউজে কাওসারের নিকট না আসে। (জামেউস সগীর: ১৫৮:১)
চিন্তা করুন কিয়ামতের দিন কী পরিমাণ পিপামা লাগবে। হাশরের দিনে শাফায়াতকারী হাউজে ককাওসারের মালিকের পানি থেকে বঞ্চিত হয়ে যাবে।
সুত্র: মাওলানা আহমদ আলী অনূদিত, মাকতাবাতুল আখতার প্রকাশনী থেকে প্রকাশিত কিতাব “আপনজনের হক” পৃষ্ঠা ২৪-২৫।
এসএস/