সুহাইল আমিন
উমর ইবনুল খাত্তাব রা. একবার প্রচণ্ড রোগাক্রান্ত হলে ঔষধের জন্য ডাক্তারের ফায়সালা অনুযায়ী মধুই উনার সর্ব শ্রেষ্ঠ ঔষধ সাব্যস্ত হয়। উনার কাছে ব্যক্তিগতভাবে কোন মধু ছিলনা। বায়তুলমালে ছিল প্রচুর মধু। যা বিভিন্ন বিজিত দেশ থেকে এসে বায়তুলমালে জমা হয়।
তাঁর ব্যক্তিগত মধু না থাকায় তিনি কারো অনুমতি ব্যতীত বায়তুলমাল থেকে মধু নিয়ে ঔষধও সেবন করছেননা। অবশেষে লোকজন মসজিদে নববিতে একত্রিত হলে তিনি মিম্বারে দাঁড়িয়ে সকলের কাছে মিনতির সূরে বললেন, ডাক্তারের পরামর্শে আমাকে মধু দিয়ে ঔষধ সেবন করতে হচ্ছে।
কিন্তু আমার কাছে ব্যক্তিগত কোন মধু নেই। আছে বায়তুলমালে। আপনাদের যদি অনুমতি পাই তবে তা থেকে কিছু মধু নিয়ে ঔষধ হিসেবে সেবন করে নেই?
উমর রা. এর কথা শুনে উপস্থিত লোকজন সবাই কেঁদে ফেলেন এবং অনুমতি দেন । লোকজন পরস্পর আলোচনা করতে শুরু করেন, হে খলিফাতুল মুসলিমিন! আল্লাহ আপনার কল্যাণ করুন। হে উমর! আপনি আপনার পূর্ববর্তী খলীফাদের পদাঙ্ক অনুসরন করে যাচ্ছেন। আল্লাহ আপনার উপর রহম করুন।
আল্লাহু আকবার! এসব দাস্তান আজ আমাদের কাগজে কলমে সীমাবদ্ধ। পাণ্ডুলিপির ভিতরে বন্দী। এসব নিয়ে আলোচনা করারও সময় আমাদের হাতে নেই!
অথচ এসব আলোচনা বেশি বেশি করলে হয়তো বা কখনো কারো পরিবর্তন হত। এসব ছেড়ে আমরা আছি নিজেদের মধ্যে ফাসাদে লিপ্ত। আল্লাহ আমাদের সহিহ বুঝ দিক। আমীন।
সূত্র: তারিখে দিমাশক্ব, ইবনে আসাকির/খণ্ড-৪৪/৩০১