হাওলাদার জহিরুল ইসলাম
ইজতেমা ময়দান থেকে
দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মুফতি রাশেদ আজমী বলেছেন, সুন্নতে নববীর মুহাব্বত ব্যতীত আল্লাহর নৈকট্য লাভ করা যায় ন।
আজ জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার বার্ষিক ইজতেমায় অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।
তিনি তার বক্তব্যে বলেন,
সম্মানিত উলামা, তালিবে ইলম ও সুন্নতের মুহাব্বতে আগত মুসলিম জনতা!
আমার সৌভাগ্য যে দাওয়াতুল হকের মারকাযি ইজতেমার এই বিশাল মজলিসে উপস্থিতি হতে পেরেছি৷
উম্মতের প্রতিটি সদস্যের মাঝেই কল্যাণ রয়েছে৷ আর ইজতেমায়ী বা উম্মিলিত কল্যাণ অনেক অনেক বেশি৷
পূর্বের উম্মত এক সাথে গোমরাহ হয়েছে৷ কিন্ত আমাদের নবী সা. বলেছেন এই উম্মত এক সঙ্গে গোমরাহ হবে না৷
ইঞ্জিল শরিফ ৪টি কেনো? কোনটা আসল? ইঞ্জিলের হাফেজ ছিলো না৷ ফলে আসলটা আজ সংকলিত পাওয়া যায় না৷ কিন্তু মুসলমানদের মাঝে হাফেজ থাকার কারণে কুরআন সংরক্ষিত৷ এক জায়গায় ১০ হাজার মুসলমান থাকলে সেখানে কয়েক হাজার হাফেজ থাকে৷ এটা এই উম্মতের বৈশিষ্ট্য৷ ইজতেমীয় উম্মতের বরকত৷
এই উম্মতের কোনো দীনি মজমা বা সম্মেলন বরকত থেকে খালি নয়৷
দাওয়াতুল হকের কাজের সূচনা করেছিলেন হজরত মাওলানা হিকমুল উম্মত আশরাফ আলী থানবী রহ. শুরু করেছিলেন৷ এখন এর কাজ বিশ্বব্যাপী৷
ইজতেমায়ী কাজে যিম্মাদারদের বিনয়ী হতে হবে সর্বোচ্চ৷ বিনয়ী হওয়া রাসুলের ইজতেমায়ী সুন্নত৷ এটাই দাওয়াতুল হকের শিক্ষা৷ নবীজী সা. মক্কা বিজয়ের সময় বিনয়ের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন৷ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে সম্মানিত করেন৷ এটা সম্মিলিত সুন্নত৷
রাসুলের নৈকট্য ব্যতীত আল্লাহর নৈকট্য হবে না৷
রাসুলের সুন্নতের মুহাব্বত না হলে আল্লার মুহাব্বাত হতে পারে না৷
যিনি প্রিয় হন তার প্রতিটি কাজ প্রিয় হয়৷ যা রাসুল করেছেন তা করাই কল্যাণ৷
উলামায়ে দেওবন্দ সুন্নতের প্রেমে নিমজ্জিত হওয়ায় দুনিয়া তাদেরকে মুহাব্বত করে৷
দেওবন্দ ধন সম্পদের প্রতি মোহ করে না৷ হানাফি মাযহাবের সবচে বড় মারকায দেওবন্দ৷ দেওবন্দের সব খেদমতের পেছনে সুন্নতের অনুসরণই মবল স্প্রীট৷ সুন্নতের বরকতেই দেওবন্দের অবদান বিশ্বব্যাপী৷
হজরত রশিদ আহমদ গাঙ্গুহী রহ. ছোট ছোট সুন্নতেরও খুব গুরুত্ব দিতেন৷ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হজরত মাওলনা কাসেম নানুতাবী রহ.এর নামে বৃটিশ সরকার গ্রেফতারী পরোয়ানা জারি করলে হজরত তিন দিন আত্মগোপন করে প্রকাশ্যে চলে আসেন৷ মানুষ জিগ্গেস কপলে তিনি বললেন, আমাদের নবী. গারে সওরে তিন দিন অবস্থান করেছিলেন৷ তাই আমিও তিন দিন আত্মগেপন করে প্রকাশ্যে চলে আসলাম৷ আমার জন্য এটাই সুন্নত৷
তো আমাদের পূর্বসুরীগণ কতো সূক্ষ্মভাবে রীসুলের সুন্নতের অনুসরণ করেছেন৷ আমরাও চেষ্টা করি৷ তবেই সফল জীবন পাবো৷
রাসুল বলেছেন, ফেৎনার যুগে একটি সুন্নত পালনরাকারীকে ১০০সুন্নতের সাওয়াব দেয়া হবে৷ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাোফিক দান করুন৷
দাওয়াতুল হকের ইজতেমায় ধর্মপ্রাণ মানুষের ঢল