বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


পোপ ফ্রান্সিসকে আল্লামা কাসেমীর অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের বাংলাদেশে আগমনকে স্বাগত জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

পোপের সফর উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, পোপ ফ্রান্সিসের সাম্প্রতিক মিয়ানমার সফর এবং রোহিঙ্গাদের উপর চলমান রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে তার বক্তব্যে আমাদের আশা জাগিয়েছে।

তার এই সফর গণহত্যার শিকারে পরিণত হওয়া একটি অসহায় জনগোষ্ঠির পক্ষে আরো জোরালো বিশ্ব জনমত তৈরী করবে বলে আমাদের বিশ্বাস।

তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন ও উৎখাতে লিপ্ত মিয়ানমারের সেনাবাহিনী ও সরকারের মানবতাবিরোধী নৃশংসতা শুধু অত্র অঞ্চলকে অনিরাপদ করে তুলছে না, বরং বিশ্ব শান্তির জন্যও মিয়ানমার মারাত্মক হুমকি তৈরি করছে।

যে সময়ে মিয়ানমারের মানবতাবিরোধী অপরাধ বন্ধে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ সোচ্চার ভূমিকা পালন করছে, সে সময়ে রোহিঙ্গাদের মানবাধিকারের পক্ষে পোপের ভূমিকা যথেষ্ট তাৎপর্য বহন করে।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম বিরোধী নৃশংসতা নিয়ে শুধু মুসলমানরাই নন; সমগ্র বিশ্ববাসীই আজ শংকিত, উদ্বিগ্ন ও বিক্ষুব্ধ।

জমিয়ত নেতা আল্লামা নূর হোসাইন কাসেমী আরো বলেন, ধর্মীয় নেতারা শুধু স্বীয় ধর্মের নয়, বরং আল্লাহর সৃষ্টি সকল মানুষের জন্য এভাবে সম ভালবাসার দৃষ্টান্ত প্রদর্শন করলে এই পৃথিবী আরো সুন্দর হবে বলেই আমাদের বিশ্বাস। পোপ ফ্রান্সিসের বাংলাদেশে সফর সুন্দর হোক। সফর শেষে তার সুস্থ ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করি।

পোপের উপস্থিতিতে সর্বধর্মীয় প্রার্থনা সভা বাড়াবাড়ি: অধ্যক্ষ ইউনুছ আহমাদ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ