আওয়ার ইসলাম: ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কাের বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি উপলক্ষে সরকারিভাবে উদযাপন করা হবে আজ।
এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে আনন্দ শোভাযাত্রা বের করবে আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ করা হবে। সেখানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, ঢাকা মহানগরের কর্মসূচি শুরু হবে দুপুর ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ঢাকা মহানগরের বিভিন্ন স্থান থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে আনন্দ শোভাযাত্রা বের হবে।
বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সবাই সমবেত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে অংশ নেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, এনজিও, স্কাউটসসহ সর্বস্তরের জনগণ। জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে।
সুবিধাজনক সময়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগ থেকে একই নির্দেশনা দেয়া হয়েছে অধীনস্থ দফতরগুলোকে।