প্রশ্ন : মসজিদের টাকা ধার নেওয়া যাবে কি? অনেক সময় দেখা যায় মসজিদের টাকা যার কাছে থাকে, তিনি তা খরচ করে ফেলেন বা কাউকে ধার দিয়ে দেন। এতেকরে মসজিদের প্রয়োজনের সময় টাকা পাওয়া যায় না। এমনটা করা জায়েজ আছে কি?
উত্তর : মসজিদের টাকা দায়ীত্বশীলদের নিকট আমানত হিসেবে থাকে। আর তা ধার নেওয়া বা দেওয়া আমানতের খেয়ানত। বিধায়, এর কোনোটাই জায়েজ হবে না।
[আল বাহরুর রায়েক : ৫/৪০১, ফাতাওয়া হিন্দিয়া : ৪/৩৪৯, মাউসুআ ফিকহিয়া কুয়েতিয়া : ৪৩/৩০]