আওয়ার ইসলাম: তাবলীগ জামাতে সৃষ্ট সঙ্কট নিরসনে গঠিত ৫ সদস্যের কমিটি আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়া মাদানিয়ায় বৈঠকে বসবে। তাবলীগের শূরার সদস্যগণও বৈঠকে উস্থিত থাকবেন বলে জানা গেছে।
গত মাসের ২৯ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তাবলীগ জামাতের মুরব্বি ও আলেমদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে ৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটি চলমান সমস্যাগুলো নিয়ে কাল প্রথমবারের মতো বৈঠকে বসবে।
জানা যায়, বৃহস্পতিবার বাদ ফজর এ বৈঠক অনুষ্ঠিত হবে। বেঠকে চলমান সব বিষয় নিয়ে আলোচনা হবে।
কমিটির ৫ সদস্য হলেন, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহসভাপতি ও জামিয়া শরইয়্যাহ মালিবাগের মুহাতামিম আল্লামা আশরাফ আলী, শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, মজলিসে দাওয়াতুল হকের আমির মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ও মিরপুর মারকাযুদ দাওয়া’র আমিনুত তালিম মাওলানা আবদুল মালেক।
এর আগে গত ১১ নভেম্বর তাবলীগের সঙ্কটগুলো নিয়ে উলামা মাশায়েখ পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর উত্তরার আয়েশা মসজিদে। সেখানে বাংলাদেশের শীর্ষ আলেমগণ এ বিষয়ে দিক নির্দেশনা দেন এবং ৫ সদস্যের কমিটির ফয়সালা প্রতি অপেক্ষার কথা বলা হয়।
এ কারণে আলেমগণের প্রত্যাশা চলমান সব সঙ্কট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামীকালের বৈঠক।
কাকরাইল মারকাজের শূরায় নতুন ৬ সিদ্ধান্ত