আওয়ার ইসলাম: আগামী ২ ডিসেম্বর মজলিসে দাওয়াতুল হকের ২৩ তম মারকাজী ইজতেমাকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের হারদুয়ী রহ. এর খুলাফাদের মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বাদ জোহর মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ি বড় মাদরাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন হযরতওয়ালা হারদুয়ী রহ. খলীফা, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।
উপস্থিত ছিলেন হযরতওয়ালা হারদুয়ীর সব খুলাফা। তাদের মধ্যে জামিয়া রাহমানিয়া মাদরাসার প্রধান মুফতী মনসূরুল হক এবং মুহতামিম মাওলানা হিফজুর রহমান, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদের মুহতামিম ও বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুছ, ফকীহুল মিল্লাত প্রতিষ্ঠিত বসন্ধুরা ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতী আরশাদ রাহমানী এবং মুফতী সুহাইল
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতী মিযানুর রহমান সাঈদ, মাদরাসা দাওয়াতুল হক দেওনা কাপাসিয়ার নাযেম মাওলানা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, প্রফেসর মাওলানা হামিদুর রহমান, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা ইমদাদুল্লাহ ও লালবাগ থানাধীন মজলিসে দাওয়াতুল হকের আমীর, শাইখুল হাদিস রহ. এর জামাতা মাওলানা প্রফেসর গিয়াদউদ্দীন এবং জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আনওয়ারুল হক প্রমুখ।
এছাড়াও দাওয়াতুল হকের বিভিন্ন থানার আমীরগণও উপস্থিত ছিলেন। মজলিসে আসন্ন ইজতেমাকে আরও জোরদার করার লক্ষ্যে এবং মুহিউস সুন্নাহ হযরতওয়ালা হারদুয়ী রহ. এর জানেশীন মাওলানা হাকীম কালীমুল্লাহর আগমণ উপলক্ষে বিভিন্ন এন্তেজামি কমিটি গঠন করা হয়।
আধুনিক স্থাপত্য শিল্পের বিস্ময় কাতার জাতীয় গ্রন্থাগার