আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংদস নির্বাচনে জামায়াতে ইসলামীর চিহ্নিত নেতারা অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
একই সঙ্গে জামায়াতের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে তার ব্যাপারেও বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেবে কমিশন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।
তবে জামায়াতের কোনও প্রার্থীর নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ইসি কোনও আইন করবে কিনা সে বিষয়ে কিছু জানাননি নির্বাচন কমিশনার।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু না হওয়ার ব্যাপারে বিএনপি যে দাবি করছে তার জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচন কমিশনাররা সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার শপথ নিয়েছেন। সে শপথ নিয়ে এসে দায়িত্ব পালন করব না, বলব তা হয় না। সংবিধান অনুযায়ী সংবিধান সমুন্নত রেখে দায়িত্ব পালন করতে হবে।’