সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


কুরআন শরিফের বাংলা উচ্চারণ লেখা জায়েয?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আমাদের দেশে অনেক মানুষই বিভিন্ন সময়ে কুরআন শরিফের বাংলা উচ্চারণ লিখে থাকেন৷ বিষয়টা কতোটুকু সঠিক তা নিয়ে হয়তো ভাবেন না একটি বারও৷ তো আসুন জেনে নিই এ ব্যাপারে ইসলামের নির্দেশনা কী?

কুরআন শরিফের আয়াত উল্লেখ ছাড়া শুধু বাংলা বা অন্য কোনো ভাষায় তার উচ্চারণ লেখা এবং ছাপানো জায়েয নয়৷ তবে কেউ বিশেষ প্রয়োজনে আয়াত উল্লেখ ছাড়া দু’একটি আয়াতের উচ্চারণ লেখলে সেটা জায়েয হবে৷

তবে এ ক্ষেত্রেও আরবী আয়াতসহ উচ্চারণ লেখাই উত্তম৷ কেননা আরবি না থাকলে শুধু অন্য ভাষায় উচ্চারণ লেখলে সেটা ভুল হওয়ার আশঙ্কা থাকে প্রবল।

সূত্র: ফতহুল কাদির: ১/২৪৮; ফতোয়া তাতারখানিয়া, ১/৩৩৭; ফতোয়া শামী: ২/১৮৭৷


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ