শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ভালোবাসা তোমাদের জন্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শামীম ফাতেমা মুন্নী। চট্টগ্রাম নগরের চাকতাই গ্রামার আইডিয়াল ইংলিশ স্কুলের সিনিয়র শিক্ষিকা। শিক্ষকতার পাশাপাশি কবিতা লেখেন। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘হেমন্তের শেষ রাতে’।

নাফ নদীর ওপারে তার সর্বস্ব!
ঐ আকাশের নিচে ছিল ছোট সংসার
প্রেমিকের মত স্বামী, মায়াময় এক সন্তান,
আজ কোথায় ওরা???

উঠোনে বসেছিল সবাই, মায়ার রোদ্দুরে!
শকুনের দাঁতাল ছোবলে
মুহূর্তেই ছিন্ন ভিন্ন ওরা
খাবলে খুবলে ধারাল নখরে রক্তাক্ত সে-
তবুও শ্বাসটা বইছিলো তার !

অসহায় জীবন্ত এক পাথর
বেঁচে থাকার লোভেই যেন পাড়ি দিল
বিশাল দুর্গম এক পথ
পথের শেষে নাফ পার হয়ে আশ্রয় পেল
ভিন্ন এক আকাশের নিচে, বিশ্বাস করো
সব হারিয়ে শুধু বাঁচার আশায় ।

বেঁচে থাকাটা কখনো এত লোভনীয় হয়ে ওঠে
কষ্টে পাথর মানুষ স্বার্থপরের মত তবু বেঁচে থাকে
সময় গড়িয়ে চলে জীবনের নিয়মে।

মাঝে মাঝে পাথরেরও চোখ ফেটে
নীরবে জল গড়ায়
আর বুকের গহিনে উথালপাথাল ঝড় বয় !

নাফের এপারে দাঁড়িয়ে, আঁচলে মুখ গুঁজে
সুদূরে সজল দৃষ্টি হারিয়ে খুঁজে ফেরে হারানো দিন ।

অগুনতি ঝলসানো মানুষ
অজস্র সুখ পোড়ানো ধোঁয়াটে ধোঁয়া
কুন্ডলী পাকিয়ে মেঘ ছুঁয়েছে
যেন দূর আকাশের বুকে বুঝি লিখনে ব্যস্ত
মৃত লাশ আর জীবন্ত লাশের
দীর্ঘশ্বাসের হাহাকার !!

স্বপ্ন পোড়ানো মাংসল গন্ধে আর্তনাদে
কেঁদে ওঠে হৃদপিণ্ড।

হারিয়ে ফেলেছে সে ওপারে তার সুখের চাবি
তার বড় সাধের সুখের নোলক...

মনে পড়ে সব— সব !!
জীবনের লোভেই মানুষকে ভুলতে হয় ।
ভুলে থাকতে হয় এক ফোটা পানির তৃষ্ণায়
ক্ষুধার্ত পেটের তীব্র ক্ষুধায় ।
হায়রে বেঁচে থাকা !

বাঁচার জন্যই শুধু বেঁচে থাকা !!
তারপর...

দু’হাতে মুখ ঢেকে সম্মুখীন হয়
‘মানবতা’ নামের নতুন এক আশ্বাসের !
নতুন আরেক আকাশের নিচে
আবারো নতুন বিশ্বাসে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ