আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
দুবাইয়ের শারজায় চলছে ৩৬তম আন্তর্জাতিক বইমেলা। ১ নভেম্বরে শুরু হওয়া এ মেলা চলবে ১১ নভেম্বর পর্যন্ত। এ বছর শারজা বইমেলায় ৬০ দেশের ১৬৯১টি প্রকাশনী অংশগ্রহণ করেছে।
এ বছর মেলার প্রতিপাদ্য ‘Reading for All ‘সবার জন্য পাঠ’।
নতুন পুরাতন প্রায় ১৫ লাখ বই পরিবেশিত হয়েছে বইমেলায়।
শারজাহ-এর শাসক শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসেমি বইমেলার উদ্বোধন করেন।
এ বছর মিসরীয় সংস্কৃতি মন্ত্রী মুহাম্মদ সাবের আল আরবকে ‘বছরের সংস্কৃতি ব্যক্তিত্ব’ হিসেবে ঘোষণা করা হয়।
তার শিক্ষাজীবন ও অবদান বিবেচনা করে এ পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, শারজাহ আন্তর্জাতিক বইমেলায় গত বছর ২.৩১ মিলিয়ন দর্শক উপস্থিত হয় এবং ১৭৬ মিলিয়ন দিরহাম মূল্যের বই বিক্রি হয় সেখানে।
সূত্র : গালফ নিউজ, আরব নিউজ ও অ্যামিরাটস