রকিব মুহাম্মাদ
ডেস্ক
ওজুতে অপ্রয়োজনীয় পানির অপচয় রোধ করার জন্য বিশেষ প্রকারের পানির কল তৈরির প্রকল্প হাতে নিয়েছে দুবাইয়ের এক কোম্পানি। যা ওজুকারী ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণে পানি ব্যবহার করতে সাহায্য করবে এবং ৮০ ভাগ পানি কম খরচে হবে বলে জানা যায়।
সাধারণত ওজুতে অতিরিক্ত পানি খরচ করা হয়ে থাকে। অনেকে ওজু করার সময় মোবাইলে কথা বলেন, মোজা খুলতে থাকেন, পাশের জনের সাথে গল্প করেন। যা পানি অপচয়ের কারণ হয়ে থাকে।
এক সমীক্ষায় দেখা গেছে, আমাদের মসজিদ-মাদরাসাগুলোতে যেসব পানির কল লাগানো আছে, তা থেকে এক মিনিটে ছয় লিটার পানি পড়ে। কিন্তু নতুন এই পানির কল থেকে মিনিটে দেড় লিটারেরও কম পানি পড়বে বলে জানা গেছে। ফলে স্বাভাবিকের তুলনায় ৮০ ভাগ পানি কম খরচ হবে।
নতুন এই পানির কল তৈরিকারী কোম্পানি বলছে, সাধারণ পানির কল ব্যবহারের মাধ্যমে একজন ওজুকারী সারা বছরে ৩৫ হাজার লিটার পানি খরচ করে থাকে। কিন্তু, নতুন এই পানির কলের মাধ্যমে ওজুকারী পানি খরচের পরিমাণ ৭৬৫০ লিটার পর্যন্ত কমিয়ে আনতে পারবে।
নতুন এই সাশ্রয়ী পানির কল দুবায়ের একটি কোম্পানি তৈরির করছে বলে জানা গেছে। যা প্রাথমিকভাবে আবু ঢাবির মসজিদ-মাদরাসায় দেওয়া হবে।
আরএম