আওয়ার ইসলাম: কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার পর পাল্টা পদক্ষেপ হিসেবে স্বায়ত্ত্বশাসিত কাতালোনিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়।
এছাড়া কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।
রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার দিনভর নাটকীয়তার পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জানান, আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ায় নতুন আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্পেনের প্রধানমন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে চার দশক আগে সামরিক শাসনের কবল থেকে গণতন্ত্রে ফেরা দেশটিতে রাজনৈতিক সংকট নতুন মোড় নিল।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, মাদ্রিদ ও বার্সেলোনার এই পাল্টাপাল্টি অবস্থান সার্বিক পরিস্থিতিকে বিপদজনক মাত্রায় নিয়ে গেছে। স্পেন গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় কঠিন রাজনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়েছে।
স্পেন থেকে আলাদা হয়ে কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা