বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

শেখ হাসিনার মধ্যে ইন্দিরাকে দেখতে চায় বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মুক্তিযুদ্ধকালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে ভূমিকা নিয়েছিলেন- রোহিঙ্গা সঙ্কটে শেখ হাসিনাকে সেই ভূমিকায় দেখতে চায় বিএনপি।

রোহিঙ্গাদের দেখতে শনিবার সকালে বিএনপি নেত্রী খালেদা জিয়া ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি এই নেতা বলেন, ‘আমরা দেখেছি, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ে ইন্দিরা গান্ধী (ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী) গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো সফর করেছিলেন, তারপরেই কিন্তু আন্তর্জাতিকভাবে যে ব্যবস্থাটা হয়েছিল, যে চেষ্টাটা হয়েছিল, সেটা শুরু হয়েছিল।’

‘রোহিঙ্গা সমস্যার বিষয়ে আমরা যেটা মনে করি, বিশেষ করে প্রধানমন্ত্রীকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। যে দেশগুলোর শক্তিতে মিয়ানমার এখন পর্যন্ত গণহত্যা বন্ধ করছে না, সেই দেশগুলোতে যেতে হবে প্রধানমন্ত্রীকে; তাদের বুঝাতে হবে, কনভিন্স করতে হবে।’

১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানের মুখে পলায়নপর বাঙালিদের জন্য সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেন সে সময়ের ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধে সামরিক সহায়তার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বব্যাপী জনমত গঠনেও ভূমিকা রাখেন ইন্দিরা।

আর মুক্তিযুদ্ধের শেষ দিকে ভারতীয় সেনাবাহিনী সরাসরি যুদ্ধে জড়ায় এবং দুই দেশের যৌথ বাহিনীর কাছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানী সেনাবাহিনী। বাংলাদেশকে মুক্ত করার সংগ্রামে প্রাণ দেয় কয়েক হাজার ভারতীয় সেনা।

১৯৭১ সালে বাঙালিরা যেভাবে ভারতে গিয়েছিল, একইভাবে মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গারা ছুটে আসছে বাংলাদেশে। আর প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত ১২ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকারও করে এসেছেন।

এর আগে জাতিসংঘে রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে জনমত গঠনেও কাজ করছে বাংলাদেশ। তবে এ নিয়ে কোনো ধরনের সামরিক ব্যবস্থা নেয়ার বিপক্ষে ঢাকা। বরং আলাপ-আলোচনার মধ্যে শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টা করছে সরকার।

বিএনপি সব সময় রোহিঙ্গা সংকট সমাধানের পক্ষে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের দেখতে আজকে কক্সবাজার যাচ্ছেন, সেখানে ত্রাণ দেবেন। রোহিঙ্গা সমস্যা যখন শুরু হয়, তখনই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বিবৃতি দিয়েছিলেন।’

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ