আওয়ার ইসলাম: রাজধানীর ডেমরায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মাদ রাশিদুল হক। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
মুহাম্মাদ রাশিদুল হক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের একজন নিয়মিত লেখক। এছাড়াও বিভিন্ন দৈনিক ও অনলাইনে তিনি নিয়মিত গবেষণাধর্মী আর্টিকেল লিখে থাকেন। তিনি যাত্রাবাড়ীর সাইনবোর্ডের মারকাজুত তালীমের মুহাদ্দিস।
মাতুয়াইলের মাদরাসা উসমান ইবনে আফফান রা. এর প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান সিরাজী আওয়ার ইসলামকে জানান, আজ দুপুর ১২ টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় হঠাৎ একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি হাত ও পায়ে প্রচণ্ড আঘাত পান।
তিনি বলেন, অবস্থা এখনো আশঙ্কাজনক। ডাক্তারদের পরীক্ষা নিরিক্ষা পর বিস্তারিত অবস্থা বলা যাবে।
হাসপাতালে থাকা মুহাম্মাদ রাশিদুল হকের পরিবার তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
মুহাম্মদ রাশিদুল হকের কয়েকটি কলাম
বিজ্ঞানের ফর্মূলা ধর্মীয় দৃষ্টিভঙ্গীর সঙ্গে সাংঘর্ষিক হলে কী করণীয়?
আহলে বাইতের ভালোবাসার নামে সীমালঙ্ঘন নয়!
‘আওয়ার ইসলাম’ হয়ে উঠুক গর্বের গণমাধ্যম
যেভাবে শহীদ হন হযরত উমর ইবনে খাত্তাব রা.