আওয়ার ইসলাম: বিতর্কের পরও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আবারও বলেছেন, বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের হাতে দেশে বহু দলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।কাউকে খুশি করার জন্য এ কথা বলেননি জানিয়ে তিনি বলেন, ‘বক্তব্য তথ্যভিত্তিক।’
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) সংলাপ–পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্য কীভাবে তথ্যভিত্তিক, এর ব্যাখ্যাও দেন সিইসি। তিনি বলেন, জিয়াউর রহমান যখন নতুন দল গঠন করেন, তার আগে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দেশে গণতন্ত্র ছিল না। ৭৫ পর্যন্ত গণতন্ত্র ছিল। সেই ভিত্তিতে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।
এর আগে, গত ১৫ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেন। এদিন সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা করেছেন।যা নিয়ে পরবর্তীতে বিতর্ক সৃষ্টি হয়।
এই কারণেই পরদিন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ইসির সংলাপ বর্জন করে সিইসির পদত্যাগ দাবি করেন।
আরএম