আওয়ার ইসলাম : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলে হাসান ও হুসেইন, মেয়ে মরিয়ম এবং জামাতা ক্যাপ্টেন সফদারের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
পানামা পেপারস কেলেঙ্কারি-সংক্রান্ত মামলার নির্ধারিত তারিখে এনএবি (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো) কোর্টে হাজির হতে ব্যর্থ হওয়ায় গতকাল মঙ্গলবার এ পরোয়ানা জারি হয়। জামিন পেতে তাদের প্রত্যেককে ১০ লাখ রুপির মুচলেকা জমা দিতে বলা হয়েছে। খবর :ডন অনলাইন।
বৃহস্পতিবার দুর্নীতির দুই মামলায় ইসলামাবাদের দুর্নীতিবিরোধী জাতীয় জবাবদিহিতা আদালত এ পরোয়ানা জারি করেন।খবর এএফপি।
নওয়াজের অন্যতম আইনজীবী জাফির খান বলেন, দুর্নীতির দুই মামলায় নওয়াজ শরিফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে মামলার পরবর্তী শুনানির জন্য ৩ নভেম্বর দিন ধার্য করেন জবাবদিহিতা আদালত।
ক্যান্সারে আক্রান্ত অসুস্থ স্ত্রীকে দেখতে চলতি মাসের শুরুতে লন্ডন গিয়েছিলেন নওয়াজ শরিফ। বর্তমানে তিনি সেখানেই আছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
এর আগে গত মঙ্গলবার তার লাহোর ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি সফরসূচি পরিবর্তন করেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলার রায়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন। এর পর তিনি পদত্যাগ করেন।
আরএম