আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে রাশিয়ার পতাকা ছুঁড়ে মেরেছে এক বিক্ষোভকারী। কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকর্মীদের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে ছোট আকৃতির কয়েকটি পতাকা নিক্ষেপ করেন। প্রেসিডেন্ট কোনো ভ্রুক্ষেপ না করেই হেঁটে চলে যান।
ট্রাম্পের রাশিয়াপ্রীতির প্রতিবাদ জানাতে লোকটি এ কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ লোকটিকে গ্রেপ্তার করে। তার নাম রায়ান ক্লেইটন।
এ সময় প্রতিবাদকারী চিৎকার করে বলছিলেন, ট্রাম্প একজন বিশ্বাসঘাতক। নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলার পরও তিনি চেচিয়ে বলতে থাকেন, রাশিয়া সরকারের চরদের সঙ্গে আঁতাত করেছেন প্রেসিডেন্ট। কর হ্রাসের ইস্যুর পরিবর্তে কংগ্রেসে বিশ্বাসঘাতকতার বিষয়টি উত্থাপন করা উচিৎ।
জুলাই মাসে এ ধরনের আরেকটি কাজের সঙ্গে যুক্ত ছিলেন ক্লেইটন। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের হাতে রাশিয়ার পতাকা ধরিয়ে দিয়ে তাকে তাতে স্বাক্ষর দিতে বলেছিলেন তিনি।
সূত্র : এবিসি নিউজ