বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

আমিরাতের রোড ক্লিনারের কুরআন তেলাওয়াতে মুগ্ধ পথচারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

সংযুক্ত আরব আমিরাতের ‘রাস আল-খাইমাহ’ শহরে রোড ক্লিনারের কাজ করেন পাকিস্তানের গোলাম সাব্বির। রাস্তা ঝাড়ু দেয়ার সময় তিনি চুপ থাকেন না। কাজের ফাঁকে ফাঁকে কুরআন তেলাওয়াত করেন।

বেশ হৃদয়গ্রাহী ও মনোমুগ্ধকর তেলাওয়াত তার। সুললিত কণ্ঠে তেলাওয়াত করে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছেন ইতিমধ্যে। তার তেলাওয়াত শুনে পথচারীরা মুগ্ধ হয়ে তার তিলাওয়াতকৃত একটি ভিডিও সামাজিক নেটওয়ার্কে আপলোড করেছে।

রাস আল-খাইমাহের অধিবাসীরা এ ব্যাপারে বলেছেন, আমরা শহরে ঘুরে বেড়াচ্ছিলাম। হটাত করে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পাই। তেলাওয়াতকারীকে খুঁজে দেখি তিনি পাকিস্তানের নাগরিক। আমিরাতে তিনি রোড ক্লিনারের কাজ করেন।

অপর এক ভিডিও ক্লিপে গোলাম সাব্বির তার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করার পর সুমধুর কন্ঠে আজান দিয়েছেন। সামাজিক নেটওয়ার্কে ভিডিওটি প্রকাশ হওয়ার পর আমিরাতের নাগরিকগণ গোলাম সাব্বিরকে খুঁজে বের করে বুঝতে পারেন, ৪০ বছর বয়সী গোলাম সাব্বির পাকিস্তানের নাগরিক।

পূর্বে তিনি মসজিদের মুয়াজ্জিন এবং পেশ ইমাম হওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তার আবেদন বাস্তবায়িত হয়নি।

রাশ আল খাইমাহ শহরের পাবলিক সার্ভিসেস অফিস এই পাকিস্তানীর ব্যাপারে বলে: বর্তমানে গোলাম সাব্বির বর্জ্য ব্যবস্থাপনার বিভাগে নিয়োজিত রয়েছেন এবং সেখানে তিনি রোড ক্লিনারের কাজ করছেন।

রাস আল খাইমাহ নগরবাসীরা সামাজিক নেটওয়ার্কে গোলাম সাব্বিরকে সম্মাননা প্রদর্শন এবং তার প্রতিভাকে ধরে রাখা এবং উন্নতি করার জন্যও বিভিন্ন কোরআন প্রতিযোগিতার তার অংশগ্রহণ করানোর ব্যাপারে বিভিন্ন সংস্থার নিকট আহ্বান জানিয়েছে।

সূত্র : আল খলীজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ