বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


অবশেষে কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের সংলাপের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কাশ্মির সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার সুসংহত আলোচনা শুরু করবে।

গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

রাজনাথ বলেন, জম্মু-কাশ্মিরের সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা হবে এবং ওই আলোচনা প্রক্রিয়ার দায়িত্ব দেয়া হয়েছে সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে।

জানা গেছে, ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) সাবেক ডিরেক্টর দীনেশ্বর শর্মা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে সকল পক্ষের সঙ্গে সংলাপ চালাবেন। ১৯৭৯ ব্যাচের অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৬ পর্যন্ত আইবি’র শীর্ষ পদে অধিষ্ঠিত ছিলেন।

রাজনাথ বলেন, শিগগিরি আলোচনা প্রক্রিয়ার সূচনা হবে, কাশ্মিরি যুব সমাজকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজনাথের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা পি চিদাম্বরম বলেছেন, আলোচক নিযুক্ত করে সরকার অন্তত মেনে নিয়েছে ‘শক্তির সাহায্যে’ জম্মু-কাশ্মির সমস্যার সমাধান করা যাবে না।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে দেয়া ভাষণে বুলেট বা গালিগালাজ দিয়ে নয়, জম্মু-কাশ্মিরের মানুষকে বুকে টেনে নিয়েই সমস্যা মেটানো সম্ভব বলে মন্তব্য করেছিলেন।

তার ওই ঘোষণার সূত্র ধরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে।

সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ