ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী থেকে
১৯৩৫ সাল থেকে প্রকাশিত দারুল উলূম হাটহাজারীর মুখপত্র ; ধর্ম ও তাহযীব বিষয়ক সাময়িকী মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক হিসেবে মাওলানা সরওয়ার কামালকে নিয়োগ দেয়া হয়েছে।
ইতোমধ্যে নির্বাহী সম্পাদক হিসেবে তিনি অফিসিয়ালি কাজও শুরু করে দিয়েছেন। মাসিক মুঈনুল ইসলামের চলতি সংখ্যা তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
নতুন দায়িত্ব সম্পর্কে মাওলানা সরওয়ার কামাল আওয়ার ইসলামকে বলেন, কিছুদিন আগে হঠাৎ করেই মাসিক মুঈনুল ইসলামের সম্পাদনার দায়িত্ব দেয়া হয়েছে। অফিসের সবকিছু নতুন। জানি না এ মহান দায়িত্ব কতটুকু আদায় করতে পারবো!
তিনি বলেন, আমি সবার দোয়া ও সহযোগিতা চাই, যেন মাসিক মুঈনুল ইসলামকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি!
মাওলানা সরওয়ার কামাল ২০০৭সালে দারুল উলূম হাটহাজারী থেকে তাকমিল শেষ করেন।
এরপর একই জামিয়া থেকে উচ্চতর ইফতা বিভাগ শেষ করেন। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স করে কর্মজীবন শুরু করেন।
প্রথমে চট্টগ্রামের জামিয়া দারুল উলূম হালিশহর মাদরাসায় কর্মরত ছিলেন। মাসিক মুঈনুল ইসলামে নিয়োগের আগ পর্যন্ত হালিশহর জামিয়া দারুস সুন্নাহতে বিখ্যাত হাদিসগ্রন্থ তিরমিজি শরিফসহ বিভিন্ন কিতাবের দরস দিয়েছেন।
দরসের পাশাপাশি তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সোনালী খবর, অনলাইন নিউজ পোর্টাল ন্যাশনাল নিউজ, নিউজ বিবিসির বিশেষ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য, এর আগে মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক ছিলেন মাওলানা মুনির আহমদ। গত ২৮ আগস্ট তাকে মাসিক মঈনুল ইসলামসহ হাটহাজারী মাদরাসার সব দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়।