আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
হামাসের বিরোধিতা নিজেদের ভুল ছিলো বলে স্বীকার করে নিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
লন্ডনের এক আলোচনা সভায় তিনি এ ভুল স্বীকার করেন।
তিনি বলেন, বিরোধিতা না করে আমাদের উচিৎ ছিলো হামাসকে আলোচনার টেবিলে নিয়ে যাওয়া।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরাইলের নিরাপত্তার কথা বিবেচনা করে হামাসকে দাবিয়ে রাখার নীতি গ্রহণ করা হয়। সেটা করা হয় আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সিদ্ধান্তের কারণে। এটা ছিলো ঐতিহাসিক।
সূত্র : ডেইলি পাকিস্তান