আবরার আবদুল্লাহ : সৌদি আরব সীমান্তে এক সংঘর্ষে অন্তত ১৮ ইয়ামেনি বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে ইয়ামেনের সশস্ত্র বাহিনী। এবং হয়েছে গত ২৪ ঘণ্টার মধ্যে।
আজ ইয়ামেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইয়ামেন সশস্ত্র বাহিনীর ভাষ্য অনুযায়ী রেড সি পোর্ট মিদি এর কাছাকাছি স্থানে গত ২৪ ঘণ্টার মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
তবে এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয় নি।
ক্ষমতাসীন ইয়ামেনি সরকারের সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে সৌদি আরব সরকারকে সমর্থন দেয়ার পর হুতি বিদ্রোহীরা সৌদি আরবের সীমানায় ও ভেতরের বারবার আক্রমণের চেষ্টা করেছে। ২০১৫ থেকে এ সংঘর্ষ চলছে। এতে এ পর্যন্ত ৮৫০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সূত্র : এএফপি ও এনসিএ